নিজস্ব সংবাদদাতাঃ ছট পুজোয় ভক্তদের যমুনার বিষাক্ত ফেনায় স্নান করতে দেখা যায়। এই ঘটনায় তীব্র বিতর্কের মুখে পড়তে হয় দিল্লি সরকারকে। এবার জমুনা থেকে বিষাক্ত ফেনা দূর করার জন্য মোট ১৫ টি নৌকা মতায়েন করে দিল্লি সরকার।
দিল্লি সরকারের কর্মকর্তা বলেন, "ক্রমবর্ধমান দূষণের কারণে যমুনায় যে ফেনা তৈরি হচ্ছে তা অপসারণের জন্য দিল্লি সরকার ১৫টি নৌকা মোতায়েন করেছে। ছট পূজার দিনে ভক্তরা পবিত্র জলে স্নান করে সূর্যের উপাসনা করেন। তাই উৎসবের মরশুমে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।''