নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মুখে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রাধাবল্লভপুরে নদীতে ধস। হোগোল নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেল ১৫-২০টি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে হোগোল নদীতে ধস নামে। নদী বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করে রাধাবল্লভপুর গ্রামে। ঘুমের মধ্যে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে এলেও, খড়কুটোর মতো ভেসে যায় আসবাব, গৃহস্থালীর সরঞ্জাম। পুজোর মুখে সর্বস্বান্ত বেশ কয়েকটি পরিবার। দুর্বল নদী বাঁধ ভেঙে যাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।