গরুপাচার মামলায় এবার বিপাকে আসানসোলের জেল সুপার, তলব ইডির

author-image
Harmeet
New Update
গরুপাচার মামলায় এবার বিপাকে আসানসোলের জেল সুপার, তলব ইডির


নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলায় এবার বিপাকে পড়লেন আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দী। কৃপাময় নন্দীকে ইডির তরফে তলব করা হয়েছে। এপ্রিল মাসের ৫ তারিখে দিল্লিতে ইডির সদর দফতরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। কৃপাময় নন্দীর ১০ বছরের ব্যাঙ্কের বিভিন্ন লেনদেনের কপি, তার এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তির প্রমাণপত্র এবং ইনকাম ট্যাক্স রিটার্নের কপি তাকে ইডির কাছে জমা দিতে বলা হয়েছে।