নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর সঙ্গে আগামীকাল অর্থাৎ সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর এই বৈঠকের আগেই উত্তেজনা বাড়ালেন চাকরিহারারা।
চাকরিহারাদের সংগঠন ‘চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্যমঞ্চ’ জানিয়ে দিয়েছে, চাকরি ফিরে না পেলে ভাতা নয়, দরকার স্থায়ী পদেই প্রত্যাবর্তন। তাঁদের কড়া বার্তা, মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে অংশ নিলেও “যে জায়গায় ছিলাম, সেই জায়গাতেই ফিরিয়ে দিতে হবে। না হলে তাঁরা কোনো বিকল্প বা ভাতায় রাজি নন।
একই সাথে চাকরিহারারা মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ সব রাজনৈতিক দলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যদি সবাই আমাদের পাশে থাকেন, তবে রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সর্বদলীয় বৈঠক ডাকুন। শিক্ষার স্বার্থে আমাদের চাকরি ফিরিয়ে দিন। না হলে আরও ভয়ঙ্কর আন্দোলন হবে”।
/anm-bengali/media/media_files/nSZsMRZ6Npo6uka8ONox.png)
চাকরিহারাদের আরও অভিযোগ, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদেরও যদি এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়, তবে "অশান্তি হবে"। তাঁদের মতে, দুর্নীতির জন্য দায়ী রাজ্য সরকারই এখন চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এড়াতে পারে না।
এরপরই চাকরিহারা শিক্ষকদের হুঁশিয়ারি, "বারুদ রেডি আছে, শুধু আগুন লাগানো বাকি।" তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মানবাধিকার কমিশনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানোর কথাও বলেছেন এদিন। আর স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, এ যেন এক ভয়ঙ্কর সঙ্কেত রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার জন্য।