নিজস্ব সংবাদদাতা : মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি বলেছেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।" রবিবার একটি প্রেস মিট অনুষ্ঠানে তিনি বলেন, "গত শুক্রবার যে চাকরির রিপোর্ট বেরিয়েছে, সেটা আমাদের প্রত্যাশার চেয়েও ভালো ছিল। এটা প্রমাণ করে, আমরা ভালো দিকেই এগোচ্ছি।"
/anm-bengali/media/media_files/2025/04/03/1000180670-983771.jpg)
উল্লেখ্য, শুল্ক ঘোষণার পর শেয়ারবাজারে কিছুটা পতন দেখা গেছে, কিন্তু বেসেন্ট সেটাকে খুব গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, "এটা সাময়িক ব্যাপার। যখন বড় কোন পরিবর্তন আসে, তখন এমন হয়েই থাকে।" তিনি আরেকটু সহজ করে বোঝাতে গিয়ে বলেন, "আমরা আগেও এমন সময় দেখেছি। প্রেসিডেন্ট রেগানের সময়ও কিছুটা চড়াই-উতরাই এসেছিল, কিন্তু তিনি সাহস নিয়ে কাজ চালিয়ে গেছেন, আর দেশও সামলে উঠেছে। আমরা এখন সেই পথেই হাঁটছি।"
বেসেন্টের মতে, 'বর্তমান সরকারের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে অর্থনীতিকে আরও মজবুত করা। তাই সাময়িক কিছু পরিবর্তন থাকলেও, সামনের দিনগুলো ভালোই যাবে বলে আশা করছি।'