নিজস্ব সংবাদদাতা : রাম নবমী উপলক্ষে বারাসতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুখান্ত মজুমদার এবং বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁদের সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতারাও।
/anm-bengali/media/media_files/2025/04/06/1000182658-418794.jpg)
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। শঙ্খধ্বনি, ঢাক-ঢোল ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে ধর্মীয় আবহ তৈরি হয়। স্থানীয় মানুষজনের অংশগ্রহণে শোভাযাত্রা হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশের নিদর্শন। এই উপলক্ষে বিজেপি নেতারা রাম নবমীর শুভেচ্ছা জানান এবং ধর্মীয় ঐক্য ও শান্তির বার্তা দেন। এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে বারাসতে রাজনৈতিক ও ধর্মীয় চেতনার এক নতুন ছোঁয়া পাওয়া গেল বলেই মনে করছেন স্থানীয়রা।