নিজস্ব সংবাদদাতাঃ বগটুইকাণ্ড ও মিড ডে মিল নিয়ে বিস্ফোরক টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা ধ্রুব সাহার পর মিড ডে মিলের ফান্ড নিয়ে নতুন 'কেলেঙ্কারি'র কথা প্রকাশ্যে আনলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, 'বগটুইকাণ্ডে নিহতদের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্য আসলে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া মিড ডে মিলের ফান্ড থেকে।
ছবি তোলার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়াদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিলের অপব্যবহার করছে। এটি একটি আর্থিক অপরাধ।'