নিজস্ব সংবাদদাতা : গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিকানে এক ভাষণে তিনি বলেন, "আমি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই। বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "এই সহিংসতা শুধু ধ্বংসই বয়ে আনছে। নারী, শিশুদের ভয়াবহ পরিস্থিতি দেখে আমি ব্যথিত। শান্তি ছাড়া বিকল্প কিছু হতে পারে না।"
/anm-bengali/media/media_files/2025/03/08/4vPL9O4AW4fv0RQNvRQo.jpg)
পোপের এই মন্তব্য সামনে আসলো এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং মানবিক সংকট আরও তীব্র হয়েছে।