নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও, বাস্তবে শান্তি বজায় থাকেনি। বরং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ এনেছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি চলবে রোববার রাত ১২টা পর্যন্ত। তবে এরই মাঝে রাতভর গোলাবর্ষণ ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/media_files/2025/03/30/G0rocsQG4ixcNGIuZlxG.jpg)
রাশিয়ার দাবি, ইউক্রেন রাতভর শতাধিকবার ড্রোন ও গোলা নিক্ষেপ করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, "রাশিয়া যুদ্ধবিরতির নাম করে প্রচারের রাজনীতি করছে। প্রকৃতপক্ষে তারা সংঘর্ষ চালিয়েই যাচ্ছে।" তিনি আরও জানান, "আমরা প্রতিক্রিয়াস্বরূপ কাজ করছি। তারা যতক্ষণ যুদ্ধ চালাবে, আমরাও ততক্ষণ আত্মরক্ষা করব।"
/anm-bengali/media/media_files/2025/03/25/Pck8EkyEn6Uon1SYtG1G.jpg)
ইতোমধ্যেই ইউক্রেনের জনগণ ইস্টার প্রার্থনায় অংশ নিলেও, অনেকে রাশিয়ার সদিচ্ছার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। জানা গেছে, এই যুদ্ধবিরতি বাড়ানোর ব্যাপারে ইউক্রেনের আগ্রহ থাকলেও রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বার্তা দেয়নি। যুদ্ধবিরতির মাঝেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা আবারও শান্তি প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিল।