নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সোমবার আবারও ফোনালাপ করেছেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, 'দুই নেতা ইউক্রেনে আহত বন্দীদের বিনিময়, তুরস্কে গ্যাস হাব প্রতিষ্ঠা এবং কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানির বিষয়ে আলোচনা করেছেন।' ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, 'ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুই নেতার মতবিনিময় অব্যাহত রয়েছে। গত সপ্তাহে তুরস্কে দুই দেশের মানবাধিকার কমিশনারদের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দী বিনিময়ের প্রশ্নটি উত্থাপিত হয়েছিল।' ক্রেমলিন জানিয়েছে, 'ভ্লাদিমির পুতিন কিয়েভের শাসকদের ধ্বংসাত্মক প্রবণতার দিকে মনোযোগ দিয়েছেন। যা পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় শত্রুতা বাড়ানোর ওপর নির্ভরশীল। পশ্চিমারা অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তর বাড়াচ্ছে।' কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য এবং রুশ সার ও খাদ্য রফতানির বাধা দূর করার বিষয়েও কথা বলেছেন দুই নেতা। এরদোয়ান-পুতিন তুরস্ক ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে ক্রেমলিনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।