নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অখিলেশকে চরম নিশানা করলেন উত্তর প্রদেশের মন্ত্রী ও পি রাজভর। সম্প্রতি এই হিংসার ঘটনা সম্পর্কে, অখিলেশের করা কিছু মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "আমরা মনে করি তিনিও এরমধ্যে জড়িত। তার শাসনকালে উত্তর প্রদেশেও ৮০০টি দাঙ্গা হয়েছিল, এবং প্রায় ১২০০ জন মানুষ নিহত হয়েছিলেন। বিজেপির আট বছরে একটি দাঙ্গাও হয়নি।"
/anm-bengali/media/media_files/Vw2yM9aa1gozz2VegIgh.jpg)
এরপর রাহুল গান্ধী প্রসঙ্গে তিনি বলেন, "রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতকে অপমান করেন। মহারাষ্ট্র নির্বাচনে কোনও সমস্যা হয়ে থাকলে, তা দেশের ফোরামে বলুন বা সুপ্রিম কোর্টে যান। বিদেশের মাটিতে বলার কি আছে?"