নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার থেকে শুরু হতে চলা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) দু'দিনব্যাপী সন্ত্রাস-বিরোধী বৈঠক আয়োজন করতে চলেছে ভারত। সন্ত্রাস দমন কমিটির (সিটিসি) নয়াদিল্লির সভাপতিত্বে যথাক্রমে ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর মুম্বাই ও নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউএনএসসি সিটিসি-র উপর এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে ভারতের সেরা শহরটিকে প্রতিফলিত করে এমন একটি শহর মুম্বাইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সিরিজটি খোলার জন্য এর চেয়ে ভাল জায়গা আর কিছু হতে পারে না। সিটিসি যে মুম্বাইয়ে তার আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তা নিজেই একটি বার্তা।" ভার্মা আরও বলেন, 'এর মূল প্রতিপাদ্য হবে সন্ত্রাসী উদ্দেশ্যে নতুন ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার প্রতিহত করা। এটি সন্ত্রাসবাদের শিকারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হবে।" বৈঠকে সন্ত্রাসীদের ইন্টারনেট, পেমেন্ট মেকানিজম ও ড্রোন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানা গেছে।