নিজস্ব সংবাদদাতা: এ বার পুজোয় পদ্মফুলের চাহিদা মেটাবে সাগরের পদ্মচাষীরা। সাগরের শ্রীধাম গঙ্গাসাগরে কয়েক বিঘা জায়গার ওপর এই পদ্মচাষ করা হচ্ছে। এই পদ্ম সাগরের বিভিন্ন পুজো মণ্ডপে দেওয়ার পর সাগরের বাইরের পুজোমণ্ডপ গুলিতে পাঠাতে উদ্যোগী হয়েছে পদ্মচাষীরা। এ বছর সেই চাহিদা অনেকটাই বেড়েছে। বর্তমানে পদ্মফুল প্রতি পিস ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করছেন তাঁরা। খুবই কম মূল্যে এই ফুল বিক্রি করছেন। এই ফুলচাষ করে যে স্বনির্ভর হওয়া যায় তার পথ দেখাচ্ছেন সাগরের চাষীরা।