নিজস্ব সংবাদদাতা- বাঙালির দুর্গাপূজার সাথে বৃষ্টির এক সম্পর্ক জড়িয়ে আছে। আসলে প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে দুর্গাপূজার সময় অন্তত একবার বৃষ্টি হয়েই থাকে। তাই মন্ডপসজ্জাকে বৃষ্টির উপযোগী করে তুলতে উদ্যোগী হয়েছে প্রায় সব দুর্গাপূজার কমিটিগুলি।
বাদ যায়নি সন্তোষপুর শ্যামা পল্লী শ্যামা সংঘের পুজা-ও। তারা আগে থেকেই বৃষ্টির আশঙ্কা করেছিলেন। তাই তাদের মণ্ডপটিকে আগেভাগেই এক " সুপার স্ট্রাকচার "- এ মুড়ে ফেলা হয়েছে। দ্বিতীয়ার দিনই তাদের এই মন্ডপ উন্মোচন করা হবে।