নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে ঠাকুরপুকুরের বাজারে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একটি কালো গাড়ি আচমকাই বাজার এলাকায় ঢুকে পড়ে, এবং একে একে ছয়জন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে ৬২ বছর বয়সী আমিনুর রহমানের অবস্থা সবার থেকে গুরুতর ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি — মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, আমিনুর রহমানের বাড়ি ঘটনার স্থান সংলগ্ন এলাকায়। গাড়ির ধাক্কায় সেখানেই আহত হন তিনি। আহত আরও পাঁচজনের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন, তবে তাঁরা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিনোদন জগতের দুই ব্যক্তি — সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং সিদ্ধান্ত দাস। তাঁদের আলিপুর আদালতে তোলা হলে, আদালত পরে তাঁদের জামিন মঞ্জুর করে।
ফাইল চিত্র
পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল এবং সংশ্লিষ্টদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।