নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি বিদেশের কোনও নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার সাইন্সে উচ্চশিক্ষা লাভ করতে চান ? তবে বুঝতে পারছেন না কোন বিশ্ববিদ্যালয় আপনার জন্য সেরা হবে ? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
/)
বিদেশে এগ্রিকালচার সাইন্সে উচ্চশিক্ষা লাভের জন্য অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি 'সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস'। এই বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ৪.৭/৫।
/)
খরচ- এই বিশ্ববিদ্যালয়ের টিউশন খরচ ১.৩৮ লক্ষ সুইডিশ ক্রোনা।
আরও বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন (http://www.slu.se/)।