নিজস্ব সংবাদদাতাঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়য়ের গবেষকরা সম্প্রতি একটি সমীক্ষায় দেখেছেন যে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের অন্তত দুই বছরের জন্য মানসিক ব্যাধি, ডিমেনশিয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। একটি বড় গবেষণা অনুসারে জানা গিয়েছে যে কোভিডের পর দেহের শ্বাসযন্ত্রের সংক্রমণের তুলনায় মানুষের মস্তিষ্কে উদ্বেগ এবং ডিপ্রেশনের প্রবণতা দেঝা যায়। তবে সেটা সাধারণত দুই মাসের মধ্যে কমেও যায়। এছাড়াও ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালে বুধবার প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, "ব্রেন ফগ", মৃগীরোগ, খিঁচুনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী মানসিক ও মস্তিষ্কের ব্যাধিগুলি ২৪ মাস পরেও দেখা যেতে পারে।