নিজস্ব সংবাদদাতা, দীঘা : নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় সমুদ্রের জল ফুলেফেঁপে উঠেছে। পর্যটকরা যাতে কোনোভাবে সমুদ্রে নামতে না পারে তার জন্য কড়া নজদারি রয়েছে পুলিশের। তারই মাঝে নজর এড়িয়ে সমুদ্রে নেমে পড়ে এক যুবক। কর্মরত নুলিয়া, সিভিল ডিফেন্স এর প্রতিনিধিরা মাঝ সমুদ্র থেকে তলিয়ে যাওয়া ওই যুবককে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বন্ধুদের সাথে দীঘায় বেড়াতে এসেছিল শুভ্রপ্রসাদ মন্ডল। সমুদ্রে নেমে তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল ও মোহনা থানার ওসি অমিত দেব।