দমকল বাহিনীর সচেতনতা প্রচার
আজ মুর্শিদাবাদে পা রাখলেন রাজ্যপাল, শুনছেন মায়েদের কথা
জঙ্গল ঘেরা গ্রাম "পীরচক"-এ অবশেষে পৌঁছালো সরকারের উন্নয়ন
মুর্শিদাবাদ কাণ্ডের পরেই পুলিশের ক্ষমতা বাড়িয়ে বিজ্ঞপ্তি! কার্যকর হওয়ার আগে প্রত্য়াহার রাজ্যের
মালদার ত্রাণ শিবিরে গেলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল! কথা বলছেন ঘর ছাড়াদের সঙ্গে
খড়গপুর ডিভিশনের ৩ স্টেশন পালন করল ঐতিহ্য দিবস
তাঁদের যন্ত্রণা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই! মুর্শিদাবাদের হিংসার ঘটনায় স্তব্ধ মহিলা কমিশন
লক্ষীর ভাণ্ডার নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই! গর্জে উঠলেন জাফরাবাদের বাসিন্দারা
তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের প্রতি অনুরোধ: কুণাল ঘোষের বড়সড় ট্যুইট ঘিরে চর্চা শুরু

চালের আটার কি পার্শ্বপ্রতিক্রিয়া হয়?

author-image
Harmeet
New Update
চালের আটার কি পার্শ্বপ্রতিক্রিয়া হয়?

​নিজস্ব সংবাদদাতাঃ চালের আটার কি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে??  




১| রাইস ফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। সেটা আপনার জন্য় ক্ষতিকর হলে এড়িয়ে চলুন।


২| রাইস ফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে। সেটা আপনার জন্য় ক্ষতিকর হলে এড়িয়ে চলুন।


৩| খাবারে অর্থাৎ কোনও রেসিপিতে রাইস ফ্লাওয়ার ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।


৪| রাইস ফ্লাওয়ার লিভার ফাংশন ভাল রাখে। কিন্তু আপনার প্রয়োজন কিনা, সেটা জেনে নিন।


৫| রাইস ফ্লাওয়ার ত্বকের জন্য উপকারি। কিন্তু প্রতিদিন ব্যবহার করা উচিত নয়।


৬| ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে রাইস ফ্লাওয়ার। তবে আপনার ত্বকের জন্য রাইস ফ্লাওয়ারের কোন প্যাক দরকার সেটা জেনে নিন।


৭| রাইস ফ্লাওয়ার চুলের জন্য উপকারী। কিন্তু কোন ধরনের চুলের ক্ষেত্রে এটি প্রয়োজন সেটা জেনে নিতে হবে।


৮| বাড়িতে তৈরি করতে পারলে ভাল। নাহলে কিনে নিন রাইস ফ্লাওয়ার। কিন্তু তার কোয়ালিটি দেখে নেবেন।