জেনারেল চালের আটার কি পার্শ্বপ্রতিক্রিয়া হয়? Harmeet 23 Jul 2021 01:55 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ চালের আটার কি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে?? ১| রাইস ফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। সেটা আপনার জন্য় ক্ষতিকর হলে এড়িয়ে চলুন। ২| রাইস ফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে। সেটা আপনার জন্য় ক্ষতিকর হলে এড়িয়ে চলুন। ৩| খাবারে অর্থাৎ কোনও রেসিপিতে রাইস ফ্লাওয়ার ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ৪| রাইস ফ্লাওয়ার লিভার ফাংশন ভাল রাখে। কিন্তু আপনার প্রয়োজন কিনা, সেটা জেনে নিন। ৫| রাইস ফ্লাওয়ার ত্বকের জন্য উপকারি। কিন্তু প্রতিদিন ব্যবহার করা উচিত নয়। ৬| ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে রাইস ফ্লাওয়ার। তবে আপনার ত্বকের জন্য রাইস ফ্লাওয়ারের কোন প্যাক দরকার সেটা জেনে নিন। ৭| রাইস ফ্লাওয়ার চুলের জন্য উপকারী। কিন্তু কোন ধরনের চুলের ক্ষেত্রে এটি প্রয়োজন সেটা জেনে নিতে হবে। ৮| বাড়িতে তৈরি করতে পারলে ভাল। নাহলে কিনে নিন রাইস ফ্লাওয়ার। কিন্তু তার কোয়ালিটি দেখে নেবেন। skin care rice kolkata west bengal rice flour glass skin easy home made diy Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন