নিজস্ব সংবাদদাতাঃ শীঘ্রই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এবার পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল চিন।
চিন এই বিষয়ের বিরোধিতা করে স্পষ্ট জানিয়েছে, তাইওয়ান সফরে মার্কিন প্রতিনিধি গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বুধবার সংবাদ সম্মেলন করে মার্কিন যুক্ত রাষ্ট্রকে এই বার্তা দিয়েছেন।