নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহে মন্দিরের পুরোহিতকে খেয়েছে মানুষখেকো বাঘিনী। এবার সেই বাঘিনীকে ধরতে মন্দিরের কাছেই মোশন সেন্সর ক্যামেরা সমেত খাঁচা বসানো হল। গত ২ বছর ধরে এই মানুষখেকো বাঘিনীর শিকার হয়েছেন ১৮ জন। তাঁর মধ্যে গত অক্টোবরে বাঘিনীর পেটে গেছে ৬ জন। মন্দিরের পুরেহিতকে খাওয়ার পর ধৈর্য্যের বাঁধ ভেঙেছে। এখন বাঘিনীকে খাঁচায় পুরতে বদ্ধপরিকর বনকর্মীরা। দুটি হাতির পিঠে চড়ে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। মানুষখেকো বাঘিনীর ভয়ে প্রায় কাঁটা জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। যদিও ব্যঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সঞ্জয় পাঠক আশ্বাস দিয়েছেন যে, বনকর্মীরা দারুণ সতর্কতার সঙ্গে বাঘিনীকে ধরতে উঠেপড়ে লেগেছে। তাই এখন আর কোনও দুর্ঘটনার সম্ভাবনা নেই।