ইসরোর পরীক্ষা! কী জানালেন সহকারী অধ্যাপক?

আদিত্যর সঙ্গে পরীক্ষা ইসরোরও! কী হতে চলেছে আগামিদিনে? অজানা সূর্যের কোন রহস্য ভেদ হতে চলেছে? আদিত্য কি সফল হবে নিজের কাজে? কী বললেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপিকা?

author-image
Pallabi Sanyal
New Update
111


নিজস্ব সংবাদদাতা : ইসরোর অগ্নিপরীক্ষা। কতটা সফল? রেজাল্ট কী হতে চলেছে তা সময় বলবে। সূর্যের দেশে পাড়ি দিয়েছে আদিত্য। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা রুক্মিণী জাগিরদার জানিয়েছেন, " ইসরো কতদূর যেতে পারে এবং তার সক্ষমতা প্রমাণ করতে পারে কেবল আদিত্য। এই প্রথম ভারত একটি উপগ্রহ পাঠাচ্ছে মহাকাশে সূর্যকে পর্যবেক্ষণ করতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপানের অনেক উপগ্রহের পরে সূর্যে যাচ্ছে ভারতের সৌরযান। খুব কম দেশই সূর্যের সন্ধান করেছে। ভারত একটি মাইলফলক তৈরি করতে চলেছে। এই মুহূর্তে সূর্যকে পর্যবেক্ষণ করা উপগ্রহগুলির জীবনকাল শেষ হতে চলেছে। ইসরো পরবর্তী স্তরের ডেটা সরবরাহ করতে যাচ্ছে যা বিশ্ব আশা করছে।"