ঈশান কিষাণের দুরন্ত সেঞ্চুরি, আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরে সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরে সানরাইজার্স হায়দরাবাদ।

author-image
Tamalika Chakraborty
New Update
srh


নিজস্ব সংবাদদাতা: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ইতিমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের দখলে। এবার নিজেদের সেই রেকর্ড ভাঙার পথে ছিল তারা। অল্পের জন্য তা সম্ভব হয়নি, তবে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিও নিজেদের ঝুলিতে তুলল হায়দরাবাদ।

আইপিএল ২০২৪-এর রানার্সআপ দল সানরাইজার্স হায়দরাবাদ এবারের আসর শুরু করল দুর্দান্ত জয়ে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিল তারা। ম্যাচের নায়ক ঈশান কিষাণ, যিনি আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন। নতুন দলে যোগ দিয়েই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলার সময় হাতে চোট পেয়েছিলেন রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। ফলে প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বে রয়েছেন রিয়ান পরাগ। টস জিতে রাজস্থান ব্যাটিং সহায়ক উইকেটেও সানরাইজার্সকে প্রথমে ব্যাট করতে দেয়। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। তার উপর রাজস্থানের মাঠে ফিল্ডিংও হতাশাজনক ছিল।

প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন ট্রাভিস হেড। মাত্র ৩১ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এরপর ঈশান কিষাণ অপরাজিত ১০৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। মিডল অর্ডারে নীতীশ কুমার রেড্ডি (১৫ বলে ৩০) এবং হেনরিখ ক্লাসেন (১৪ বলে ৩৪) ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন।

srh 2

একের পর এক মারকাটারি ইনিংসে আইপিএলের ইতিহাসে প্রথমবার ৩০০ রানের স্কোর গড়ার সম্ভাবনা তৈরি করেছিল সানরাইজার্স। শেষ পর্যন্ত তা না হলেও ৬ উইকেটে ২৮৬ রান তোলে তারা, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

সানরাইজার্সের এই দুর্দান্ত শুরু কি তাদের এবারের আইপিএল শিরোপার দিকে এগিয়ে দেবে? সময়ই বলবে!