নিজস্ব প্রতিনিধি: আন্টালিয়ায় অনুষ্ঠিত FIG অ্যাপারেটাস বিশ্বকাপে ভল্টে ব্রোঞ্জ পদক অর্জন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রনতি নায়েক।
তিনি তার সোস্যাল সাইটে লিখেছেন, "এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। যাত্রাটি চ্যালেঞ্জিং ছিল, কিন্তু কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত মূল্যবান ছিল। ভারতের প্রতিনিধিত্ব করা এবং পদক জয় করা সর্বদাই সম্মানের। যারা কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে আমার কোচ অশোক স্যার, জিমন্যাস্টিকস এইচপিসি এবং টিম ইন্ডিয়া, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাকে আশীর্বাদ করতে থাকুন"।