বিয়েবাড়িতেই যুবককে খুন! ফাঁসির দাবিতে বিক্ষোভে এলাকাবাসী

ডিজেতে কোন গান বাজবে এ নিয়ে বচসা শুরু হয় বর ও কনে পক্ষের। বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। তারপরই অতীশকে টেনে নামানো হয় রাস্তায়।

author-image
Jaita Chowdhury
New Update
dsasf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিয়েবাড়িতে গন্ডগোল। দুই বাড়ির ঝামেলায় যুবককে খুন। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শনিবার রাতে। প্রায় এক সপ্তাহ পর দুর্গাপুর আদালতের বাইরে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। পরে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। 

গত শনিবার (৪ মার্চ) বছর আঠারোর অতীশ বেদ তাঁর মামার বাড়িতে যান বিয়েবাড়ি উপলক্ষে। সেখানেই ডিজেতে কি গান বাজবে এই শুনে শুরু হয় বচসা। তারপরই অতীশকে টেনে নামায় বরযাত্রীর কয়েকজন। অতীশের পরিবারের অভিযোগ মারধোরের পর, কয়েক রাউন্ড গুলি করা হয় অতীশকে। 

ঘটনায় মুখ অভিযুক্ত টাকলু পাসওয়ান সহ চারজন। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, গুলি করে নয়। অতীশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

Murder