নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/Rv49nyovdZS5Dj3bRkDq.jpg)
আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।
/anm-bengali/media/post_attachments/a7229255698ebd71b4bcbe3f695ad7a053458cc124c0339f8f9da8df98bf6ee9.jpeg)