নিজস্ব সংবাদদাতা: অবশেষে মুর্শিদাবাদের ঘরহারাদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনেই বসে শুনলেন তাঁদের কথা। এদিন দুপুরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা তাপস চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সাথে রাজভবনে যান ১০ জন গৃহহারা।
/anm-bengali/media/media_files/hKHt9OkEP1fcLP34Qtvw.jpg)
আগের থেকেই সাক্ষাতের সময় বেড় করে রেখেছিল বিজেপি। আর সেই অনুযায়ী, এদিন রাজভবনে তাঁদের সাথে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোনেন তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর সবশেষে প্রতিশ্রুতি দেন পাশে থাকার।