নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মাঠ ভর্তি বন্যার জল, জল বাড়ছে শিলাবতী নদীতে। যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে ১ তলা পাকার বাড়ি ও যাতায়াতের একমাত্র সাঁকো। আতঙ্কে এলাকার মানুষজন।
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের রাজনগর পশ্চিম এলাকার ঘটনা। ডানার প্রভাবে বন্যা পরিস্থিতি হয়েছিল ঘাটাল মহকুমা জুড়ে, শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল একাধিক এলাকা। মাঠ ভর্তি রয়েছে বন্যার জল, শিলাবতী নদীর জল কমতেই দাসপুর ১ নং ব্লকের রাজনগর পশ্চিম এলাকায়, মাঠের হানা বরারর মাঠের জল ঢুকছে শিলাবতী নদীতে। হানা বরাবর মাঠের জল যাওয়াই বাঁধ ধসে যেকনো মুহূর্তে তলিয়ে যেতে পারে একটি ১ তলা পাকার বাড়ি ও যাতায়াতের এক মাত্র সাঁকো। সঁকো ভাঙলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে একাধিক গ্রামের সঙ্গে। আতঙ্কে এলাকার মানুষ জন।
এলাকার মানুষজনের অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও হানা বাঁধবার কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আজ ওই হানা বরাবর জল যাওয়ায় যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে একটি এক তলা পাকা বাড়ি। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।