বুদ্ধদেব ভট্টাচার্য কি নাস্তিক ছিলেন ? মৃত্যুর পরে সামনে এল এক অবাক করা তথ্য

কি বলছে খবর ?

author-image
Adrita
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল সকালেই প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণে শোকস্তদ্ধ বাংলার রাজনৈতিক মহল। তিনি আমৃত্যু কমিউনিস্ট ভাবাদর্শে ভাবিত ছিলেন। তবে তার মৃত্যু পরেই এক অবাক করা তথ্য সামনে এসেছে। 

Buddhadeb Bhattacharjee Health Update | Buddhadeb Bhattacharya is back home  but still under doctor surveillance dgtl - Anandabazar

সূত্র মারফত জানা গিয়েছে যে, তিনি নাকি অসাধারণ সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে পারতেন। আরও জানা গিয়েছে যে, জয়নগরের নিমপীঠের রামকৃষ্ণ আশ্রমে তিনি নাকি একবার গায়ত্রী মন্ত্রের পাঠ করেছিলেন। সেই স্মৃতি আজও আশ্রমের মহারাজদের মনে রয়ে গিয়েছে। 

Buddhadeb Bhattacharjee | Former CM Buddhadeb Bhattacharjee hospitalized  due to breathing trouble dgtl - Anandabazar

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে আশ্রমের মহারাজের স্মৃতিচারণে এই তথ্য উঠে এসেছে। তারা আরও জানিয়েছেন যে, দীর্ঘদিন তিনি ওই আশ্রমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। 

Buddhadeb Bhattacharjee last rites live update: পিস ওয়ার্ল্ড থেকে বের করা  হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, কোন পথে শেষ যাত্রা? West Bengal: former cm  cpm leader buddhadeb bhattacharjee ...

Adddd