‘ডাক্তারের ডিগ্রি জাল প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’: রাজেন্দ্র শুক্লা
৩০ শতাংশ বাজার দখল করে এগিয়ে ওলা! বাজাজ অটো, টিভিএস মোটরের সঙ্গে জোরদার প্রতিযোগিতা
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল
একাধিকবার দেওয়ানি বিতর্কে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ
হাড়হিম করা ঘটনা! উত্তরাখন্ডে পোড়া গাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল!
জলপাইগুড়িতে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
নারী নির্যাতনের ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কুমন্তব্য, তীব্র প্রতিবাদ বিজেপির
লিসবনে গার্ড অফ অনার সম্মান পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত: আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? জানুন আজকের লেটেস্ট আপডেট

দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জানুন আজকের আবহাওয়া আপডেট।

author-image
Debapriya Sarkar
New Update
storm.jpg

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গের মানুষ অবশেষে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি পেতে চলেছেন। বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্তের কারণে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে আলিপুর আবহাওয়া দফতর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, উপকূলীয় জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার ও রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

STORM.jpg

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শুক্রবার সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে মালদহেও বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি মধ্য মহারাষ্ট্র ও আসামের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি, ৩ এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে, যার ফলে আবহাওয়ার এই পরিবর্তন।

rain

শুক্রবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হওয়ার আগে আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।