নিজস্ব সংবাদদাতা : আজকের দিন কেমন যাবে মকর, কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য? কর্মক্ষেত্র, অর্থ, স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনে কী পরিবর্তন আসতে পারে? জেনে নিন আজকের রাশিফল ও প্রয়োজনীয় সতর্কতা।
/anm-bengali/media/post_banners/RnBARkrqXVGgVPOUYgCK.jpg)
মকর রাশি
সামাজিক এবং পারিবারিক দায়িত্ব আজ সমানভাবে সামলাতে পারবেন মকর রাশির জাতকরা। তবে অপ্রিয় সত্য বলা থেকে বিরত থাকাই ভালো। অর্থাগম তেমন ভালো হবে না, বরং খরচ বেড়ে যেতে পারে। সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। বড় ধরনের ক্ষতি এড়াতে ইষ্ট দেবতার পুজো করুন।
/anm-bengali/media/post_banners/JfzeN6NYnznCN8K1KPZB.jpg)
কুম্ভ রাশি
আজ পরিশ্রমের যথাযথ ফল পাবেন কুম্ভ রাশির জাতকরা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনটি অনুকূল নয়, এড়িয়ে যাওয়াই শ্রেয়। ব্যবসায়িক দিক থেকে ভালো সময়, বিশেষ করে কয়লা, লোহা, ইমারতি ও প্রোমোটারির ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে খরচের পরিমাণও বৃদ্ধি পেতে পারে। ভাই-বোন বা নিকট আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/post_banners/MKEjp5doYQYkSez8a392.jpg)
মীন রাশি
কয়েক দিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যার অবসান ঘটবে আজ। তবে বয়স্কদের বাতজনিত সমস্যা কষ্ট দিতে পারে। নিম্নাঙ্গে চোট লাগার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কাজের অগ্রাধিকার নির্ধারণ করে এগোলে সুবিধা হবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে, বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।