নিজস্ব সংবাদদাতা : হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে মঙ্গলবার গভীর রাতে এক চায়ের দোকানে আচমকা আগুন লাগে। রাত সোয়া ২টো নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পান। বন্ধ দোকানটির ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হতে শুরু করে, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
দোকানের এক পাশে সিপিএম পার্টি অফিস, আর কিছুটা দূরেই তৃণমূল পার্টি অফিস থাকায় আশঙ্কা তৈরি হয় যে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দমকলকে জানায়।
/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, তবে আশেপাশের অন্য কোনো জায়গায় আগুন ছড়ায়নি, যা বড় দুর্ঘটনা থেকে এলাকাকে রক্ষা করেছে। তবে কীভাবে বন্ধ দোকানে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।