নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের চকমানু ২ নং বুথের ভোট কেন্দ্রে হঠাৎ করেই তৃণমূলের কর্মীদের ওপর তলোয়ার নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। ঘটনায় আহতও হয়েছিল চার জন। এই ঘটনায় ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করেছিল ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/a4455693453398b7cc386992a6ebee26e19cf7e1bea20c1d3b3e46fd60a7eb47.jpg?impolicy=website&width=770&height=431)
সূত্র মারফত আরও জানা গিয়েছে ফের গতকাল রাতে আরো একজনকে গ্রেফতার করলো ডেবরা থানার পুলিশ। অভিযুক্তের নাম গোলাম মুস্তাফা। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হবে। ঘটনার পর থেকেই ফেরার ছিল গোলাম মুস্তাফা।
/anm-bengali/media/post_attachments/6718226d002272fc652ff560c09e630eda1864df9d6749e4d7e8e57755bb7e09.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)