বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে
কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার
পার্কস্ট্রিটে ব্রেক ফেল করল বাস, আর তারপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা
ওয়াকফ আইন গণতন্ত্রের পরিপন্থী ! ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন ফারুক আব্দুল্লাহ
পয়লা বৈশাখে ২ হাজার সামগ্রী তৈরির অর্ডার পেলো পিংলার পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর

শহর জুড়ে ছড়িয়েছে ট্রান্সজেন্ডার গ্যাং! টার্গেট অল্পবয়সী যুবকরা!

কলেজ পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য পুরুষ! আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী। যুবকদের ধরে বেঁধে বানানো হচ্ছে বৃহন্নলা। শহর জুড়ে ত্রাসের নাম ট্রান্সজেন্ডার গ্যাং।

author-image
Jaita Chowdhury
New Update
transgender.JPG

ফাইল চিত্র


নিজস্ব সংবাদদাতা: কলেজ পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য পুরুষ! আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী। যুবকদের ধরে বেঁধে বানানো হচ্ছে বৃহন্নলা। শহর জুড়ে ত্রাসের নাম ট্রান্সজেন্ডার গ্যাং। উত্তরপ্রদেশের বান্দায় ট্রান্সজেন্ডার গ্যাংয়ের আতঙ্ক চরমে উঠল। এখন পর্যন্ত প্রায় অর্ধ ডজনের চাইতেও বেশি যুবককে জোরপূর্বক বানানো হচ্ছে নপুংসক। যারা বৃহন্নলা গ্যাংয়ের খপ্পরে পড়েছেন, তাঁরা অমানবিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনও আতঙ্কিত। 

ইতোমধ্যে জোরপূর্বক নপুংসক বানানো যুবকরা পুলিশের কাছে গিয়ে তাদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বেশ কিছু সংগঠন বৃহন্নলা গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পুলিশের কাছে সকলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন যুবককে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করা হচ্ছে। তথ্য বলছে যে, এই যুবকটি বৃহন্নলা গ্যাংয়ের ফাঁদে পা দিলেই তৃতীয় লিঙ্গ হতে হয়। আর অস্বীকৃতি জানালে  নির্মম ভাবে মারধর করা হয়। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই সক্রিয় হয়েছে পুলিশ। এ বিষয়ে নির্যাতিতরা অভিযোগ তুলছেন, আতারার ট্রান্সজেন্ডার ক্যাটরিনা ওরফে ধীরু পরিচালনা করছেন এই পুরো চক্রট। সে প্রথমে নিরীহ কলেজ ছাত্রদের বিশেষ ভাবে প্রলুব্ধ করে, আর তারপরে তাদের কানপুরে নিয়ে আসে। বাকি কাজ হয় পরিকল্পনা মতো।