নিজস্ব সংবাদদাতা: কলেজ পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য পুরুষ! আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী। যুবকদের ধরে বেঁধে বানানো হচ্ছে বৃহন্নলা। শহর জুড়ে ত্রাসের নাম ট্রান্সজেন্ডার গ্যাং। উত্তরপ্রদেশের বান্দায় ট্রান্সজেন্ডার গ্যাংয়ের আতঙ্ক চরমে উঠল। এখন পর্যন্ত প্রায় অর্ধ ডজনের চাইতেও বেশি যুবককে জোরপূর্বক বানানো হচ্ছে নপুংসক। যারা বৃহন্নলা গ্যাংয়ের খপ্পরে পড়েছেন, তাঁরা অমানবিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনও আতঙ্কিত।
ইতোমধ্যে জোরপূর্বক নপুংসক বানানো যুবকরা পুলিশের কাছে গিয়ে তাদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বেশ কিছু সংগঠন বৃহন্নলা গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পুলিশের কাছে সকলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।
সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন যুবককে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করা হচ্ছে। তথ্য বলছে যে, এই যুবকটি বৃহন্নলা গ্যাংয়ের ফাঁদে পা দিলেই তৃতীয় লিঙ্গ হতে হয়। আর অস্বীকৃতি জানালে নির্মম ভাবে মারধর করা হয়। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই সক্রিয় হয়েছে পুলিশ। এ বিষয়ে নির্যাতিতরা অভিযোগ তুলছেন, আতারার ট্রান্সজেন্ডার ক্যাটরিনা ওরফে ধীরু পরিচালনা করছেন এই পুরো চক্রট। সে প্রথমে নিরীহ কলেজ ছাত্রদের বিশেষ ভাবে প্রলুব্ধ করে, আর তারপরে তাদের কানপুরে নিয়ে আসে। বাকি কাজ হয় পরিকল্পনা মতো।