খালের জল পান করেই কাটছে এই গ্রামের বাসিন্দাদের জীবন!

চৈত্রের আগেই কুয়োর জলস্তর তলানিতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
r458ip

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতার ৭৭ বছর পার করেও মেলেনি পরিশ্রুত পানীয় জল। ফলে বংশ পরম্পরায় খালের জল পান করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। ছবিটা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কপ্তিভোল গ্রামের। আদিবাসী অধ্যুষিত এই গ্রামটি নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের অধীনে। এবার মাঝ চৈত্রের আগেই কুয়োর জলস্তর তলানিতে। তাই গ্রামের পাশে থাকা রাঙ্গিয়াম খালের জলে ঘর-গেরস্থালির যাবতীয় কাজ সারতে হচ্ছে ভুক্তভোগী গ্রামবাসীদের। 

আদিবাসী গ্রামটিতে জলের সমস্যা তো আছেই, এর উপর রাস্তাঘাটও বেহাল দশায়। গোটা গ্রামে পিচ বা মোরাম তো দূর অস্ত, নেই কোনও কংক্রিটের ঢালাই রাস্তাও।

w246uu89

আদিবাসী অধ্যুষিত বেশ কয়েক গ্রামে পানীয় জলের তীব্র সঙ্কটের কথা স্বীকার করেছেন মলম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম ভক্তা। আর এই জল ও রাস্তাঘাট নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলছে বিজেপি নেতৃত্ব।

দলের অঞ্চল সভাপতি গ্রামীণ রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা স্বীকার করলেও, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তা মানতে চাননি। এমনিতেই ঝাড়গ্রাম জেলায় চৈত্রেই পড়েছে চাঁদিফাটা গরম। এর সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের তীব্র জলসঙ্কট। বৈশাখ-জৈষ্ঠ্যে কী হবে ভেবেই দুঃশ্চিন্তা বাড়ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের।