মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্যপালের মুর্শিদাবাদ সফর! উঠছে রাজনৈতিক প্রশ্ন
ঝেঁপে বৃষ্টি কলকাতায়— দুপুরের পর থেকেই শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব, কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন
ওয়াকফ ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ, মাঠে নামছে মহিলা কমিশনও
চীনা জাহাজে ট্রাম্পের নয়া ফন্দি—ট্রাম্পের নয়া খেলায় কাঁপছে বিশ্ব বাণিজ্য
বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা— ইউএস-ইউরোপ সম্পর্কের ভবিষ্যৎ কি?
বিশ্ববিদ্যালয় চত্বরে রক্তপাত! একাধিক হতাহতের খবর— ফের শিরোনামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
আজকের রাশিফল : মেষ-বৃষ-মিথুন-কর্কটের কেমন যাবে দিনটা? সহজ ভাষায় জানুন
একদিকে প্রশংসা আর সাফল্য, অন্যদিকে মনকেমন—শান্তির খোঁজে তিন রাশি আজ পথে
আবহাওয়ার চমক—দক্ষিণবঙ্গে বৃষ্টি আর উত্তরে ঝোড়ো হাওয়া, কমলা ও হলুদ সতর্কতা জারি

এবার সারেঙ্গা ব্লকের পড়্যাশোল এলাকায় মিলল বাঘের পায়ের ছাপ

বাঘের আতঙ্ক ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
royal-bengal-tiger-joynagar_480x480

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: গতকাল বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বারিকুলের বাগডুবি ও লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় জঙ্গলে। কিন্তু এবার নতুন জায়গায় মিলল বাঘের পায়ের ছাপ। আজ সকালে বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। আর এতেই নতুন করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবির জঙ্গলের পর পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় বন দফতরের একাংশ মনে করছে বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের উদ্যেশ্যে এগিয়ে যাচ্ছে। 

বছর পাঁচেক আগে লালগড় এলাকায় ঢুকে পড়া এক বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্থানীয়দের হাতে। এবার কী সেই লালগড়ের দিকেই এগিয়ে চলেছে বাঘ ?  শুক্রবার কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবি জঙ্গলের পর শনিবার সকালে পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দফতর। বন দফতরের একাংশের মতে যে এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে সেই এলাকা থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় লালগড়ে।

স্বাভাবিকভাবেই স্থানীয় জঙ্গলগুলিতে নজরদারি বৃদ্ধি করেছে বনদফতর। এদিকে আজ সকালে পড়্যাশোল থেকে সারেশকোল যাওয়ার কাঁচা মোরামের রাস্তার উপর একাধিক থাবার ছাপ দেখার খবর পেতেই ওই গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় ছুটে যায় বন দফতরের কর্মীরা। বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন তাঁরা। বাঘ ঢুকে পড়েছে পড়্যাশোল জঙ্গলে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর তার জেরে পড়্যাশোলের জঙ্গল লাগোয়া স্থানীয় সারেঙ্গা ব্লকের  পড়্যাশোল,  হ্রদ,  বেনাচাপড়া,  সারেশকোল, বড়দি, কালাপাথর, দলমভেজা ও পি মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।