''এক ফোঁটা জলে মেটে না তৃষ্ণা''

জলই জীবন। কিন্তু জল অপচয় করলে যে ভয়ঙ্কর পরিণতি হতে পারে সে বিষয়ে সচেতন কজন? এবার পুজো মণ্ডপে সচেতনতার বার্তা।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa


দিগ্বিজয় মাহালী, পূর্ব মেদিনীপুর : মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ীবৃন্দের পুজো এবছর ৩৩  বছরে পদার্পণ করল। তাদের এ বছরের বছরের পুজোর থিম, এক ফোঁটা জলে মেটে না তৃষ্ণা।পাঁশকুড়ায় জলস্তর আস্তে আস্তে কমছে এবং মানুষ প্রতিনিয়ত জলের অপচয় করে চলছে। তাই সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই থিম।পুরো পুজো মণ্ডপে জলের অপচয় করলে কী পরিণতি হতে পারে আগামীদিনে, সেই বার্তা তুলে ধরা হয়েছে।

hire