আরজি কর কাণ্ডের পেছনে আরও ভয়াবহ চক্রান্ত আছে

কি জানালেন বিজেপি নেতা ?

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আরজি কর কাণ্ডের পেছনে আরও ভয়াবহ চক্রান্ত আছে যা সামনে আসা উচিত। মানুষের ভাবাবেগকে আদালতের বোঝা উচিত নচেৎ এবার আদালতের প্রতি আস্থা হারাবে মানুষ। আজ দুর্গাপুরে চা চক্রে এমন মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিবিআইয়ের আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে তাই আদালত নির্দেশ দিক আরো কে কে বা কারা এই চক্রান্তের পেছনে রয়েছে, না হলে আদালতের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে মন্তব্য দিলীপ ঘোষের। রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগর এলাকায় মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ, এরপর দুর্গাপুর টেনিস ক্লাবে এসে টেনিস খেলেন তিনি।

এদিন কথা বলেন দলীয় কর্মীদের সাথে, আর এইখানে এসে তিনি তৃণমূল সরকারকে নানা ইস্যুতে সমালোচনা করেন। নির্যাতিতার ওপর অত্যাচারের ঘটনার পেছনে সব চক্রান্তকারীকে শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য দিলীপ ঘোষের।