হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা

সমস্যায় পরিবার।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। শীতের দিনে অন্যের বাড়িতে আশ্রয় নিলেন পরিবারের সদস্যরা। ঘটনাটি দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের কোলমিজোড় এলাকার।

জানা গিয়েছে, কোলমিজোড় গ্রামের বাসিন্দা অজয় পড়িয়া ও বিকাশ পড়িয়া, তারা দুই ভাইয়ের পরিবার নিয়ে দোতলা মাটির বাড়িতে বসবাস করত। তারা হঠাৎই বুঝতে পারে বাড়ির দেওয়াল ফাটতে শুরু করেছে। সেইমতো সাবধান হয় পরিবারের সকলেই। গতকাল রাত্রি নাগাদ বাড়ি ভাঙার আওয়াজ পেয়ে পরিবারের সকলে বেরিয়ে চলে আসে বাড়ি থেকে, তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি।বাড়ি ভেঙে যাওয়ায় অজয় পড়িয়া ও তার ভাই বিকাশের পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।

আগাম টের পেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও, বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র সরিয়ে আনা সম্ভব হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িতে থাকা আসবাবসহ অন্যান্য জিনিসপত্র। আরও জানা গিয়েছে, এক ভাইয়ের বাংলার বাড়ি প্রকল্পে নাম থাকলেও বাকি ভাইদের নেই। তাই সরকারি সাহায্যের কাতর আবেদন জানিয়েছে পরিবারের সদস্যরা। শীতের মরসুমে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে কতদিন কাটবে দুঃশ্চিন্তায় পরিবারের সদস্যরা। ইতিমধ্যে বাসুদেবপুর অঞ্চলের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এমনটাও জানিয়েছেন পরিবারের সদস্যরা।