এড়িয়ে চলছেন কাজল শেখ ও অনুব্রত মণ্ডল! বীরভূমে তৃণমূলের ব্যাটন কার হাতে

বীরভূমে তৃণমূলের অভ্যন্তরে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে।

author-image
Tamalika Chakraborty
New Update
Anubrata

নিজস্ব সংবাদদাতা: তিহাড় জেল থেকে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর থেকে বীরভূমে একটা চাপা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অনুব্রতের সভায় দেখা যাচ্ছে না কাজল শেখকে। আবার কাজল শেখের বিজয়া সম্মিলনীতে গড়হাজির অনুব্রত মণ্ডলকে। 

প্রসঙ্গত, তিহাড় জেল থেকে বের হওয়ার পর প্রথম সভা করেছিলেন অনুব্রত মণ্ডল। । যদিও সেদিন তাঁর কর্মসূচিতে দেখা যায়নি বীরভূমের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখকে। আর আজ কাজল শেখের বিজয়ার কর্মসূচিতে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। এমনকী কর্মসূচির কোনও ব্যানারে ছিল না অনুব্রতর ছবিও।  সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বীরভূমে যে ক্রমশ প্রকাশ্যে তা বলার অপেক্ষা না। অন্যদিকে, দুই বছর পর অনুব্রতের অনুগামী গ্রামে ফিরতে শুরু করেছে। তাঁদের অভিযোগ, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর তাঁদের গ্রাম ছাড়তে বাধ্য করা হয়েছিল তৃণমূলের একাংশের অত্যাচারের জেরে।  নতুন করে বাড়ি ফেরা অনুব্রত অনুগামীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ।