নিজস্ব সংবাদদাতা: কিয়েভ সিটি কাউন্সিলের সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভলোদিমির বোন্ডারেঙ্কো। ক্লিচকো ভোটের জন্য আবেদন জমা দিয়েছেন। ৮১ জন ডেপুটি "পক্ষে" ভোট দিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/04/09/3mv3k6zwdMED5M1J1HFN.jpeg)
পূর্বে, কিয়েভ সিটি কাউন্সিল তার পদত্যাগের পক্ষে ভোট দিতে ব্যর্থ হয়েছিল - প্রয়োজনীয় ৬১ জনের মধ্যে মাত্র ৩৪ জন ডেপুটি "পক্ষে" ভোট দিয়েছিলেন।