পরীক্ষা সামাল দিতে হাজির প্রাক্তন শিক্ষক

এই স্কুল থেকেই অবসর নিয়েছেন ইতিহাসের শিক্ষক অজিতবাবু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
a12

File Picture

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: শিক্ষার্থীদের পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে শেষ করাতে স্কুলে হাজির অবসরপ্রাপ্ত শিক্ষক। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি জুনিয়র হাইস্কুলের ঘটনা। সোমবার ছিল অঙ্ক পরীক্ষা। একা হাতেই গুরু দায়িত্ব সামাল দিলেন এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক অজিত কুমার ভূঁইয়া। জুলাই, ২০২২ সালে এই স্কুল থেকেই অবসর নিয়েছেন ইতিহাসের শিক্ষক অজিতবাবু।

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বহড়াদাঁড়ি জুনিয়র হাইস্কুলের একমাত্র পূর্ণ সময়ের শিক্ষক কিসুন বেসরা চাকরি হারিয়েছেন। চাকরিহারা শিক্ষকের অনুরোধ এবং অভিভাবকদের আবেদনে সাড়া দিয়ে ফের স্কুলমুখী অবসরপ্রাপ্ত শিক্ষক।

a 11 a

বহড়াদাঁড়িতে নতুন কোন শিক্ষক না আসায় রীতিমতো উদ্বিগ্ন অভিভাবককূল। তাঁদের অভিযোগ, স্কুলের এক শিক্ষক কিছুদিন পড়ানোর পর জেলা পরিদর্শকের অফিস মারফৎ অন্যত্র চলে যান।  ফলে শিক্ষার্থীদের সংখ্যাও দিনকে দিন উদ্বেগজনক হারে কমছে। 

পরীক্ষার মাঝেও শিক্ষক না থাকার বিষয়টি ভাবাচ্ছে খুদে পড়ুয়াদের। তবে অবসর হয়ে যাওয়ার পরও শিক্ষক এগিয়ে আসায় অনেকেই সাধুবাদ দিয়েছেন।