BREAKING : সংসদ ভবনে প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক ! নেওয়া হবে কোনও বড় সিদ্ধান্ত ? দেখুন বড় খবর
BREAKING : সারা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন এই হেভিওয়েট নেতা
উপলক্ষ্য জগন্নাঘ মন্দিরের উদ্বোধন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে সৈকত নগরী দিঘা!
BREAKING : বড় কিছু চিন্তা করছেন মোদি, কিছু একটা ঘটবেই ! বড় দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা
তিন দিন বৃষ্টিপাত হবে, ঝড় ও প্রবল বজ্রপাতের সতর্কতা! আবহাওয়ার পরিবর্তন হবে
BREAKING : ৬৩ হাজার কোটি টাকার ডিল ! ভারতের হাতে আসছে আরও ২৬টি রাফাল
পাকিস্তানি মেয়েদের এবং পুরুষদের ভারতে বিয়ে! কী উদ্দেশ্য? দেখতে বললেন এই সাংসদ
BIG BREAKING: নীরব বিধানসভা
"পাকিস্তানি এজেন্ট, রাহুল গান্ধী এবং তার নেতারা বিশ্বাসঘাতক"- বিজেপি সাংসদের সোজা নিশানা!

অবৈধভাবে জমি দখল করার প্রতিবাদে পথে বাসিন্দারা

'আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো'।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-08 at 09.06.35

File Picture

নিজস্ব সংবাদদাতা, এগরা: অবৈধভাবে জমি কব্জা করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের আড়াঙ্গা গ্রামে। 

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, “গ্রামে একটি বাচ্চাদের সমাধি দেওয়ার জায়গা ছিল। শাসকদলের মদতে অনেক টাকা পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে ওই জায়গাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে আমরা আজকে গ্রামের প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছি। এবং ওই জায়গাটাকে রক্ষার চেষ্টা করছি। আমরা অবিলম্বে দাবি করছি প্রশাসন যাতে এই বিষয়টা খতিয়ে দেখে, যারা অবৈধভাবে এই জায়গাটা কব্জা করে নিচ্ছে তাদের থেকে এই জায়গাটা মুক্ত করে যেন আমাদের গ্রামের হাতে তুলে দেয়। গত এক বছর ধরে এই ঘটনাটা ঘটছে, প্রশাসনের কোন ভূমিকা এক বছরে আমরা দেখতে পাইনি। আজ থেকে প্রশাসন যদি এবিষয়ে কোন ভূমিকা না নেয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো”। 

a113rtgg

কিন্তু এই প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান বলেন, “এই বিষয়টা আমাদের নজরে নেই। রেকর্ড করেন বিএলআরও অফিস। পঞ্চায়েতের এক্ষেত্রে কোন করার থাকে না। আমি এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে পারব না”। 

তবে এখন দেখার বিষয় যে, প্রশাসন কি পদক্ষেপ নেয়!