নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের মুখোমুখি মাঠে নেমে হার দেখতে হল চেন্নাইকে। ২১৯ রান করে প্রথমে ব্যাট ধরে মাঠ কাঁপায় পিবিকেএস। পরে মাঠে নেমে ২০১ রানেই দৌড় শেষ করে সিএসকে।
/anm-bengali/media/media_files/dMZxKGT4s5PbyJP1rgZc.jpg)
পাঞ্জাব ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে। অপরদিকে, চেন্নাই ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে।