১৮ রানের জন্য হার দেখল সিএসকে

কি হল ম্যাচের ফল?

author-image
Aniket
New Update
csk

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের মুখোমুখি মাঠে নেমে হার দেখতে হল চেন্নাইকে। ২১৯ রান করে প্রথমে ব্যাট ধরে মাঠ কাঁপায় পিবিকেএস। পরে মাঠে নেমে ২০১ রানেই দৌড় শেষ করে সিএসকে।

CSKvPBKS

পাঞ্জাব ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে। অপরদিকে, চেন্নাই ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে।