নিজস্ব সংবাদদাতা: রিল যেন রিয়েলে । বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্পেশাল ২৬ ফিল্মের প্রেক্ষাপট ফের বাস্তবের মাটিতে দেখা গেল খাস কলকাতায় । বর্তমানে কলকাতা তথা রাজ্যে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোপন অভিযান চলছে । সেরকম ভাবেই সিবিআইয়ের নাম করে রাস্তায় ভুয়ো অভিযান চালিয়ে লুট করা হল এক ব্যবসায়ীর ৪০০ গ্রাম সোনা ৷
/anm-bengali/media/media_files/i85BhsZPZnE9cIY3lWxC.png)
সিবিআই আদতে কীভাবে কাজ করে, সেই সম্পর্কে সাধারণ মানুষের একটি ধারণা তৈরি হয়েছে । মাঝেমধ্যেই তাদের আচমকা অভিযানের কথাও অজানা নয় ৷ সেরকমই স্টাইলে এবার দিনে দুপুরে খোলা রাস্তায় সিবিআইয়ের স্পেশাল অপারেশন চালানো হল ৷ তবে গোটাটাই ভুয়ো । অর্থাৎ যাঁরা নিজেদের সিবিআই আধিকারিক বলে দাবি করলেন, তাঁরা প্রত্যেকেই লুঠেরা । নিজেদের সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে ব্যবসায়ীর ব্যাগে তাঁরা তল্লাশি চালান ৷ তখনই সেই ব্যাগ থেকে ৪০০ গ্রাম সোনা লুট করে নিয়ে চলে যান তাঁরা ৷ অভিযোগ, লুট হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি । ঘটনাটি ঘটেছে পোস্তা থানা এলাকায় ।