কোনো কারণ ছাড়াই কিছু মানুষ বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে! সরব হলেন সোহম

শুক্রবার তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেন কুণাল ঘোষ। এরপরই ফেসবুকে পোস্ট করে সরব হন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী।

author-image
Probha Rani Das
New Update
1611326702_22-sironam-soham.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেন কুণাল ঘোষ। এরপরই ফেসবুকে পোস্ট করে সরব হন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী।

সোহম চক্রবর্তী বলেছেন, “অন্যায়ের প্রতিবাদ সবসময়ই হওয়া উচিৎ, যেমন আমি, আমরা এবং আমাদের গোটা রাজ্য তথা সকল ভারতবাসী চাইছি শীঘ্রই ন্যায় পাক তিলোত্তমা, যে বা যারা অপরাধী সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেখি কোনো কারণ ছাড়াই কিছু মুষ্টিমেয় মানুষ নিজেদের বা নিদির্ষ্ট কোনো দলের স্বার্থের জন্য আমাদের বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে বা করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন খারাপ লাগে বৈকি।

সদ্য মুক্তিপ্রাপ্ত একটি হিন্দী সিনেমা সেটাই করার চেষ্টা করছে, যে সিনেমা ছড়াতে চাইছে ভুল তথ্য এই রাজ্যের নামে আর সেই ভুল তথ্য রাজ্যের বাইরের মানুষের কাছেও যাচ্ছে, যদিও আজকালকার দিনে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল প্রতিটি রাজ্যের খবর আর রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাই কোনটা সঠিক তথ্য আর কোন তথ্য সিনেমাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে সেটা সবাই বুঝতে পারে।

আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন বিগত কয়েকবছরে বেশ কিছু হিন্দি ছায়াছবির উদ্দেশ্য বিনোদন বা শিক্ষা প্রদান করা নয়, মানুষের মনে হিংসে, বিদ্বেষ আর ভুল তথ্য ছড়ানো, যেটা এই মাধ্যমকে নিজেদের স্বার্থে ভুলভাবে ব্যবহার করা। তাই এই ধরণের কাজকে মন থেকে সাপোর্ট সত্যিই করতে পারছি না, কারণ দিনের শেষে আমার রাজ্য টাকে যেভাবে দেখানো হচ্ছে আদৌ সেরকম যে নয় সেটা তারাও ভালোভাবে জানে।