নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, একসঙ্গে ৯৩ জন ডাক্তারকে শোকজ করল জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিস ধরানো হয়। বিজেপির দাবি, আরজি করের ঘটনায় রাস্তায় নামার জন্যই শোকজ করা হয়েছে। শাসক শিবিরের দাবি, কোন আইনে কী আছে তা চিকিৎসকরা ভালই জানেন। আর জেলা স্বাস্থ্য দফতরের দাবি, নিয়ম ভাঙলে কেন তা ভাঙা হচ্ছে তা জানতে চাওয়াটাই স্বাভাবিক। তমলুকের নামকরা চিকিৎসকদের কাছে কারণ দর্শানোর নোটিস গিয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ১৫টি, কেউ ১৬টি, আবার কেউ ২৯টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিক্য়াল এস্টাব্লিস্টমেন্ট পোর্টালে এই তথ্য উঠে এসেছে।
জেলা স্বাস্থ্য দফতরের মত, এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে। ডাক্তারদের পাশাপাশি প্রায় ৭০টি নার্সিংহোমেও নোটিস পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে।