নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬২ তম জন্মদিবস। দুর্গাপুরের (Durgapur) অন্যতম হাউসিং প্রকল্প তপোবন সিটির বাসিন্দারা এদিন সকালে কবিগুরুর স্মরণে এক প্রভাতফেরীর আয়োজন করে। হাউসিং প্রকল্পের কয়েশো পুরুষ ও মহিলা এই প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। বিভিন্ন সোসাইটির প্রতিনিধিরা গ্রুপে ভাগ হয়ে রবীন্দ্রনাথের কবিতা , গান , নাচ ইত্যাদির মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জানান। এদিন সকাল থেকেই কবির গানে, কবিতায় মুখরিত তপোবন সিটির (Tapoban City) প্রাঙ্গন।