পানীয় জল না পেয়ে রাতে রাজ্য সড়কে বালতি রেখে অবরোধ! ক্ষুব্ধ গ্রামের শতাধিক মানুষ

কেন জল পাচ্ছে না তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-19 at 12.42.45 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকার। জানা যায়, বিদ্যুৎ দপ্তর সজল ধারার ইলেকট্রিক এর কানেকশনটি কেটে দেয়। তার কারণে মঙ্গলবার দুপুর থেকে পানীয় জলের সমস্যায় পড়েছে রাজনগরের ১৪৪ টি পরিবার।

দুপুর থেকে পানীয় জল না পেয়ে মঙ্গলবার রাতে রাজ্য সড়কের উপর সারি দিয়ে খালি বালতি রেখে অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকার মানুষজন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দাসপুর-মেদিনীপুর রাজ্য সড়কে। ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। জানা যায়, ওই সজল ধারার ইলেকট্রিক বকেয়া বিল ৩০,০০০ টাকা ১৭ তারিখ জমা দিলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ১৮ তারিখ মঙ্গলবার সেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হল। এর জেরে পানীয় জল পাচ্ছেন না গ্রামের একাধিক পরিবার। বিদ্যুৎ সংযোগ ফেরানো ও পানীয় জলের দাবিতে রাজ্য সড়কের ওপর বালতি রেখে  অবরোধ শুরু করেন এলাকার মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর সঠিক নিয়মে বিদ্যুৎ সংযোগ কাটেনি। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দাসপুর থানার পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। তার কিছুক্ষণ পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে এসে পুনরায় বিদ্যুৎ সংযোগ করা হয় সজল ধারায়।