নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ওই মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়েই বিজেপি নেত্রীকে নিগ্রহ করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিটকে অবিলম্বে গ্রেফতার এবং নির্যাতিতার সঠিক মেডিক্যাল টেস্টের দাবিতে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বাইরে বিক্ষোভ-অবস্থানে বসে জেলা বিজেপি নেতৃত্ব। তা ঘিরে উত্তেজনাও তৈরি হয়। পরে অবশ্য পুলিশি আশ্বাসে অবস্থান উঠে যায়। পুলিশের দেওয়া প্রতিশ্রুতি মতোই, রবিবার রাত্রি ১০টা নাগাদ নারায়ণগড় থানায় এফআইআর দায়ের হয়। ধর্ষণের ধারায় এফআইআর দায়ের হয় অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট এবং ওই সময় তৃণমূল কার্যালয়ে থাকা শক্তি ভূঁইয়ার নামে। রবিবার নির্যাতিতার মেডিক্যাল টেস্টও সম্পন্ন হয়েছে বলে দাবি জেলা পুলিশের। তবে, এফআইআর হলেও অভিযুক্ত কেন এখনও গ্রেফতার হয়নি তা নিয়ে প্রশ্ন করেছেন জেলা বিজেপির সহ-সভাপতি রামপ্রসাদ গিরি।
/anm-bengali/media/media_files/aumzxLuxtX4VEkys3mpj.jpg)
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "অভিযোগ হলেই তো আর একজনকে গ্রেফতার করা যায় না। প্রাথমিক তদন্তে আমরা কিছু পাইনি। মেডিকেল টেস্টেও কিছু পাওয়া যায়নি এখনও অবধি হাসপাতাল থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী"। জেলা পুলিশের দাবি প্রসঙ্গে বিজেপি-র জেলা সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, "আমরা হাইকোর্টে যাব। সোমবার দুপুরেই জেলাশাসকের কার্যালয়ের বাইরে আমাদের অবস্থান কর্মসূচি হবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্র পালের নেতৃত্বে। সেখানে আমরা বিস্তারিত জানাব, আমাদের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে"। এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন বলেন, "ওই মহিলা এখন স্থিতিশীল আছেন। মেডিকেল রিপোর্টের বিষয়ে আমি কিছু বলব না। কারণ ওটা তদন্তাধীন বিষয়। নিয়ম অনুযায়ী, যথাযথভাবে সবকিছু সম্পন্ন হবে"।